জামালপুরে নদীতে নিখোঁজ ৫ শিশুর সবার মরদেহ উদ্ধার
জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল বৈশাখী (১২) নামের এক শিশু। আজ রবিবার (২ নভেম্বর) সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরভাটিয়ানী কাটাখালী নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
এর আগে গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে একজনের মরদেহ উদ্ধার কররা হয়। গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু।
নিহত শিশুরা হলো- ওই এলাকার প্রবাসী দুদু মিয়ার সন্তান আবু হাসান (৮) ও পলি আক্তার (১২), ও নিহতের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) এবং ওই এলাকার হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, গত শুক্রবার বেলা তিনটার দিকে কাটাখালি নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে আবু হাসান প্রথমে নৌকা থেকে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে একে একে সবাই পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আবু হাসান ও পলি দুই ভাই-বোনকে গলায় জড়িয়ে ধরা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পরেই ছায়েবার মরদেহ উদ্ধার হয়।
গতকাল শনিবার দুপুরে কুলসুম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। আজ রবিবার সকালে বৈশাখী মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিখোঁজ বৈশাখীর স্বজনেরা বলেন, ‘বৈশাখীর ভাইয়ের শুক্রবার বিয়ের কথা ছিল। দুপুরে নদীতে গোসল করতে গিয়েছিল সে। এ সময় নদীতে নৌকায় করে বাকি শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে।
আজ রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’



























