শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ময়মনসিংহ প্রতিনিধি :

প্রকাশিত: ১৫:২১, ২৯ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে কীটনাশক কোম্পানির গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্র

ময়মনসিংহে কীটনাশক কোম্পানির গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্র
সংগৃহীত

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ড ঘটেছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় আগুনের লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। দেড় ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীরের ভেতরে হেকেম বাংলাদেশ নামে একটি কীটনাশক কোম্পানির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করে অন্য একটি কারখানায় প্যাকেজিং করা হতো।

কোম্পানির এরিয়া ম্যানেজার মামুনুর রশিদ বলেন, ‘কারখানাটির ভেতরে আমাদের কোনও লোক ছিল না। সপ্তাহে একদিন বা মাসে দুদিন কারখানা খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে কারখানায় আগুন লাগলো, তা বলা যাচ্ছে না।’

শুক্রবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ১১ টি ইউনিট কাজ করে। আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর ছড়ানোর সম্ভাবনা নেই। কীভাবে অগ্নিকাণ্ড ঘটলো, তা তদন্তের পর বলা যাবে।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়