রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সাভার প্রতিনিধি :

প্রকাশিত: ১০:০৬, ১৯ জুলাই ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত

সাভারের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ধারালো চাকু ও লোহার দুটি এসএস পাইপ জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (১৮ জুলাই) ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সাভার পৌর এলাকার সিআরপি মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা-দিনাজপুর ঘোড়াঘাট থানার বলাহার গ্রামের মৃত জাহিদুলের ছেলে ইয়াকুব (৩২), সাভার পৌর এলাকার লালটেক উত্তর চাপাইন মহল্লার নিজামের ছেলে মো. রাকিব সরদার (১৯), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার নীলগ্রামের আলী আক্কাসের ছেলে আ. করিম ওরফে বিচ্চু (৩২)।

 

পুলিশ জানায়, শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি তার চাচাতো ভাইয়ের জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। এসময় ৯/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাকে দেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন সাভার মডেল থানা টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ডাকাতকে আটক করে। বাকি ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যের কাছ থেকে চাকু ও লোহার তৈরি এসএস পাইপ জব্দ করেছে পুলিশ।

 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, তিন ডাকাতকে গ্রেপ্তার করা আদালতে প্রেরণ করা হয়েছে। 

বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

সম্পর্কিত বিষয়: