রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

প্রকাশিত: ১৪:৪৩, ১৯ জুলাই ২০২৫

নোয়াখালীতে

জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি পালন

জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি পালন
সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন করেছে নোয়াখালী বন বিভাগ।

 

শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর আয়োজনে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ এর সভাপতিত্বে ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। এসময় জুলাই গণঅভ্যুত্থানে সদর উপজেলায় নিহত ৬ জন শহীদের সম্মানে একটি করে চারাগাছ রোপণ করা হয়।

 

এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন, সদর উপজেলা ইউএনও আখিনুর জাহান নীলা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, নোয়াখালী রেঞ্জ অফিসার মাঈন উদ্দিন আহমেদ, সদর রেঞ্জ অফিসার শেখ মো. কামরুজ্জামান, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হুসাইন, উপাধক্ষ্য জাফর আহমেদ ভূইয়া এবং নোয়াখালী সদর উপজেলার ৬ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ বন বিভাগ নোয়াখালীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সরেজমিনে গেলে দেখা যায়, ‘প্রতিটি গাছের সঙ্গে ছিল জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে ছিল একটি কিউআর কোড। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসে।’ এর আগে পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৯ জুলাই ৬৪টি জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বৃক্ষরোপণ করার সিদ্বান্ত নিয়েছে বন অধিদপ্তর। শহীদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর সিদ্ধান্ত রয়েছিল তাতে।

 

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ জানান, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এরপর ২ জুলাই তাদের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নে বন অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এ কর্মসূচী পালন করেছি।’

সম্পর্কিত বিষয়: