নোয়াখালীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের অভিযোগে মো. জাফর মিয়া (৩৮) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
জাফর মিয়া সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা বলছেন, ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় গ্রেপ্তার জাফরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।
জানা গেছে, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে জাফর মিয়া নেতৃত্বে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জাফর নারী শিক্ষার্থীদের মারধর করছেন বলে দেখা যায়। অবশেষে সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জাফর মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।