নোয়াখালীতে শহীদদের স্বরণে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বাংলাদেশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রায় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে ‘সবুজ পল্লবে, স্মৃতি অম্লান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) নোয়াখালী জেলা শহর পৌর পার্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার-নোয়াখালী’ আয়োজিত এই বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপণ এ কর্মসূচির উদ্ধোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মামুন এর মাতা ফাতেমা খাতুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুজ্জাহের জিএস হারুন’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, শহিদুল ইসলাম কিরণ, আবু নাসের, কামরুজ্জামান হাফিজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান সহ আরো অনেকে।