বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
সরকার দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বৃদ্ধি করেছে। নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।
- জ্বালানি তেলের নতুন দাম (প্রতি লিটার)
- ডিজেল: ১০৪ টাকা (আগে ছিল ১০২ টাকা)
- অকটেন: ১২৪ টাকা (আগে ছিল ১২২ টাকা)
- পেট্রোল: ১২০ টাকা (আগে ছিল ১১৮ টাকা)
- কেরোসিন: ১১৬ টাকা (আগে ছিল ১১৪ টাকা)
মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতেই এ সমন্বয় করা হয়েছে।



























