নজরুল বিশ্ববিদ্যালয়ের ’নাট্যবিদ্যা’ জার্নালের অষ্টম পাঠ উন্মোচন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে নাট্যবিদ্যা জার্নালের অষ্টম পাঠ উন্মোচন করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মিজানুর রহমান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও 'নাট্যবিদ্যা' জার্নালের সম্পাদক অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন। এছাড়াও বিভাগটির অন্যান্য শিক্ষক ড. সৈয়দ মামুন রেজা, নুসরাত শারমিন, মো মেহেদী তানজির ও মোঃ মাজহারুল হোসেন তোকদার, মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
জার্নালের বিষয়ে বিভাগটির বিভাগীয় প্রধান ও সম্পাদক অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 'নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ' গবেষণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক নাট্য শিক্ষাকে অধিক সম্প্রসারিত করতে চায়। সেই প্রয়াসে প্রাতিষ্ঠানিক গবেষণাপত্র নাট্যবিদ্যা'র নিয়মিত পথচলা। 'থিয়েটার শিল্প' শিল্পের একাধিক বিষয়কে একই অঙ্গে ধারণ করে এবং শিল্পচেতনা বা অন্তর্গত ভাবনার সমন্বয় করে-বিশেষত নাট্যকলা, সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, ফোকলোর, চলচ্চিত্র প্রভৃতি। আলোচ্য শিল্পভাবনার সমন্বয়ে ১৪টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ নাট্যবিদ্যা'র এই যৌথ সংখ্যায় (সংখ্যা ৬-৭, বর্ষ ৬-৭, ডিসেম্বর ২০২৩) প্রকাশিত হলো। আশা করি বর্তমান সংখ্যাটি শিল্পী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তার ক্ষেত্রকে ত্বরান্বিত করবে।
এছাড়া জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস, অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন, ড. সৈয়দ মামুন রেজা, নুসরাত শারমিন, মো মেহেদী তানজির ও মোঃ মাজহারুল হোসেন তোকদার।