নবীনদের বরণে নতুনরূপে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নতুন করে সজ্জিত হয়েছে। ৪ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান। পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ । প্রতিবছরের মতো নবীনদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবারও নতুন রূপে সাজানো হয়েছে। নবীনদের আগমনে প্রতিটি বিভাগে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
নবীন শিক্ষার্থীদের বরণ এবং উষ্ণ পরিবেশ সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশেষভাবে সাজানো হয়েছে বিভিন্ন অনুষদ ও বিভাগ। শ্রেণীকক্ষে রং-বেরঙের পোস্টার, শিক্ষামূলক উপকরণ এবং স্বাগত ব্যানার ঝোলানো হয়েছে। অনেক বিভাগে আল্পনা আঁকারও উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিভাগগুলোর বৈচিত্র্য তুলে ধরছে। এতে নবীন শিক্ষার্থীরা নিজেদের বিভাগের বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবে।
এবিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি বলেন, নবীনদের বরণে আমরা সিনিয়র হিসেবে সবসময়ই প্রস্তুত। প্রতি বছর সিনিয়ররা তাদের জুনিয়র ব্যাচকে বরণ করে এবং পরিবার হিসাবে গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় আমরা জুনিয়রদের জন্য বিভাগকে সাজিয়েছি। ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নবীনদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।
স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান সিনথিয়া বলেন, নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, ঠিক যেমন গাছের ফুল। ফুলকে প্রস্ফুটিত করার দায়িত্ব গাছের, তেমনি নতুন শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সাহায্য করা আমাদের অন্যান্য শিক্ষার্থীদের দায়িত্ব। তাই নবীনদের বরণ করে নেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।