সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ২ নভেম্বর ২০২৫

প্রেম করবেন না দুরেফিশান

প্রেম করবেন না দুরেফিশান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন। অভিনয় জীবনের শুরুতে তিনি ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি।

বিশেষ করে বিলাল আব্বাস খান –এর সঙ্গে তার অভিনীত জনপ্রিয় নাটক ‘ইশ্‌ক মুরশিদ’-এর ‘শিব্রা শাহমীর চরিত্রটি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই নাটকের সুবাদে তিনি শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুরেফিশান সেলিম ও বিলাল আব্বাস খানের প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। এর মধ্যেই ভাইরাল হয়েছে দুরেফিশানের একটি পুরোনো সাক্ষাৎকার।

সেই সাক্ষাৎকারে এক উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন— প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? জবাবে দুরেফিশান বলেন, “আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।”

প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ অভিনয় করেছেন ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে, যেখানে তিনি প্রথমবারের মতো ফিরোজ খান ও আহমদ আলী আকবর–এর সঙ্গে পর্দা ভাগ করেছেন।

জনপ্রিয়