বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৪:৫১, ১০ আগস্ট ২০২৪

দেশের জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ মোতায়েন

দেশের জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ মোতায়েন
সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আকস্মিক পতন হওয়ার কারনে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ভারত। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তার পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে।

গত ৬ আগস্ট থেকে বাংলাদেশের জল সীমায় কিছু সংখ্যক ভারতীয় নৌবাহিনীর জাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে। জাহাজগুলো ভারতের নিয়মিত টহল জাহাজের অর্ন্তভুক্ত। যদিও জাহাজগুলো বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি, তবে তাদের এমন আচরণ স্বাভাবিক বলে মনে করছে না বাংলাদেশ। 

বাংলাদেশ নৌবাহিনীও সারাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা যায়। যদিও ভারতের গণমাধ্যমে এ ধরণের দাবিকে অস্বীকার করা হয়েছে।

তারা জানায়, জাহাজগুলো ভারতের নয় বরং চীনের টহল জাহাজ। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী নেভিগেশন মানচিত্র থেকে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করে নিশ্চিত হয়েছে জাহাজগুলো ভারতের।

উল্লেখ্য, প্রবল গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লির হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়