ডিসেম্বরেই এক লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে: এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ডিসেম্বর মাসের মধ্যেই আরও এক লাখ প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) নিবন্ধনের আওতায় আনতে চায়। ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৬ লাখ ৪৪ হাজার ভ্যাট–নিবন্ধিত ব্যবসায়ী রয়েছে, যা মোট ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। ভ্যাট আদায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো নিবন্ধিত ভ্যাট প্রদানকারীর সংখ্যা কম থাকা।
এনবিআর চেয়ারম্যান বলেন, এ বছর ভ্যাট দিবসের মূল লক্ষ্য ভ্যাট নিবন্ধন বাড়ানো। এজন্য ডিসেম্বরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিশনারেটের মাধ্যমে নতুন এক লাখ নিবন্ধন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কত প্রতিষ্ঠান এখনো ভ্যাটের বাইরে রয়েছে—এ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সংখ্যাটি ‘অত্যন্ত বড়’। অনিবন্ধিত ব্যবসায়ী এখনও ব্যাপক হওয়ায় এ খাতে কাজের সুযোগ অনেক বেশি।
আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে অনলাইনে সহজ ‘ওয়ান-ক্লিক’ ভ্যাট রিটার্ন ব্যবস্থাও চালুর পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান।
তার মতে, ভ্যাট নিবন্ধন বাড়ানো অত্যন্ত জরুরি, এবং নিবন্ধন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তুলতে পারলে সামগ্রিকভাবে ভ্যাট শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রতিবছরের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ পালন করবে এনবিআর। ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে দেশজুড়ে মাসব্যাপী নিবন্ধন প্রচারণা শুরু হবে।



























