শুক্রবার ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৫২, ৫ জুলাই ২০২৫

ঢাকায় বৃষ্টির আভাস

ঢাকায় বৃষ্টির আভাস
সংগৃহীত

দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। ফলে দিনের শুরু থেকেই গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে।

 

শনিবার (৫ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

 

সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের জন্যই সর্বনিম্ন। সেই সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা ভ্যাপসা গরম ও অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

সম্পর্কিত বিষয়: