রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০৬, ১৯ জুলাই ২০২৫

স্লোগানে উত্তাল রাজধানীর সড়ক, দলে দলে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা

স্লোগানে উত্তাল রাজধানীর সড়ক, দলে দলে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা
সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে দলে দলে নেতাকর্মীরা জামায়াতের জাতীয় সমাবেশের দিকে যাচ্ছেন। রাজধানীর সড়কে সড়কে দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছেন তারা। সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

 

শনিবার (১৯ জুলাই) ফজরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বিভিন্ন দিক থেকে হাজার হাজার নেতাকর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়। 

 

রাজধানীর সংসদ ভবন এলাকায় ঢাকার বাইরে থেকে আসা পরিবহনগুলো রেখে পায়ে হেঁটে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশের দিকে রওনা হতে দেখা গেছে। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজার নেতাকর্মী।

 

পাবনা থেকে আসা জামায়াত নেতা আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে এসেছেন। আমরা সরাসরি বাস ভাড়া করে এসেছি। জাতীয় সংসদ ভবনের পাশ গাড়ি রেখে আমরা হেঁটে সমাবেশস্থলে যাচ্ছি। দীর্ঘদিন পরে দলের সমাবেশে যোগ দিতে পেরে নিজেদের স্বাধীন মনে হচ্ছে।

 

ময়মনসিংহ থেকে সমাবেশে যোগ দিতে আসা হাফেজ মোহাম্মদ বলেন, বিগত স্বৈরাচারের স্বেচ্ছাচারিতার কারণে আমাদের দলের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু বর্তমানে স্বাধীন দেশে দলের সমাবেশে যোগ দিতে আমরা ময়মনসিংহ জেলা থেকে এসেছি। দলের সমাবেশ সফল করে স্বৈরাচারদের কঠোর বার্তা দিতে চাই আমরা। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম সরকার গঠন করবে আশা করি।

 

দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। 

 

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

সম্পর্কিত বিষয়: