সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২ নভেম্বর ২০২৫

কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্বরেকর্ড!

কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্বরেকর্ড!
ছবি: সংগৃহীত

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম আবারও ইতিহাস গড়েছেন। পরপর দুই ম্যাচে গড়েছেন দুইটি বিশ্বরেকর্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে (টি-টোয়েন্টি) এবার তিনি গড়েছেন সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাবর খেলেছেন ৪৭ বলে ৬৮ রানের দারুণ ইনিংস। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। এই ইনিংস দিয়েই ভারতের ভিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি।

কোহলির নামের পাশে ছিল ৩৮ ফিফটি ও ১ সেঞ্চুরি, অর্থাৎ মোট ৩৯টি পঞ্চাশোর্ধ ইনিংস। কিন্তু বাবর আজম এখন তা ছাড়িয়ে গেছেন—তার নামের পাশে রয়েছে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটি, অর্থাৎ মোট ৪০টি পঞ্চাশোর্ধ ইনিংস।

এর আগে সিরিজের আগের ম্যাচেই রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বাবর। ফলে টানা দুই ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের জায়গা আরও মজবুত করলেন পাকিস্তানের এই অধিনায়ক।

জনপ্রিয়