মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ১৩ অক্টোবর ২০২৫

বোচাগঞ্জে অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সে‌মিনার অনু‌ষ্ঠিত

বোচাগঞ্জে অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সে‌মিনার অনু‌ষ্ঠিত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগ‌ঞ্জে শিক্ষক-ছাত্র অ‌ভিভাবক সমন্বয় সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজ‌নে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সহ‌যোগিতায় সনকাই উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সে‌মিনার হয়।

গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার উম্মে সালমা,
সনকাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আরমান ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার তিনটি প্রধান পক্ষ —অভিভাবক, ছাত্র এবং শিক্ষক—এই তিন পক্ষের মধ্যে একটি দৃঢ় সমন্বয় গড়ে তোলা। একজন শিক্ষার্থী তখনই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, যখন শিক্ষক তাকে সঠিক পথে পরিচালিত করেন, অভিভাবক তাকে উৎসাহ দেন, আর সে নিজে আন্তরিকভাবে চেষ্টা করে। আমাদের এই আয়োজন সেই পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আমি আশা করছি।

এসময় ২০০ জন অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সে‌মিনারে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়