মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ১৩ অক্টোবর ২০২৫

ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ, ‘আমাকে বাঁচান’

ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ, ‘আমাকে বাঁচান’
ছবি: সংগৃহীত

ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হুমকির অভিযোগ করেছেন।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছিলেন, আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।

লাইভে দেখা গেছে, অভিনেত্রীর ঘরে আসবাবপত্র এলোমেলো, ভাঙা কাচ ও ছড়ানো জিনিসপত্রে এক উত্তেজনাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। রিন্টু জানান, তিনি গত মাসে স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন, কিন্তু প্রাক্তন স্বামী এখনও বাড়িতে থেকে তাঁকে হুমকি দিচ্ছেন ও মারধর করছেন।

নিজের হাতে নির্যাতনের চিহ্ন দেখিয়ে তিনি অভিযোগ করেন, ওরা চায় পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনবো, তারা খাবে। আর আমার ওপর নির্যাতন চালাবে। দেখুন আমাকে মেরে কী করেছে।

এই সময় তিনি স্বামীর বিরুদ্ধে অনৈতিক ও অবৈধ সম্পর্কের কথাও উল্লেখ করেন। অভিযোগের মুহূর্তে তার স্বামী লাইভে এসে ফোন কেড়ে নেওয়ায় সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

সানজিদা রিন্টু বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, যদিও বড় কোনো কাজের মাধ্যমে বিশেষ আলোচনায় আসেননি। তবে তার এই গুরুতর অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। নেটিজেন ও দর্শকরা অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুরক্ষা প্রদানের দাবি জানিয়েছেন। শিল্পী ও ভক্তরা আশা করছেন, রিন্টু দ্রুত এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন এবং নিরাপদে তার জীবন ও কর্ম চালিয়ে যেতে পারবেন।

জনপ্রিয়