বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ১৪ অক্টোবর ২০২৫

দাবি না মানলে শিক্ষকদের আমরণ অনশন শুরুর ঘোষণা

দাবি না মানলে শিক্ষকদের আমরণ অনশন শুরুর ঘোষণা
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আজ হাইকোর্টের সামনেই অবস্থান করবেন আন্দোলনরত শিক্ষকরা। 

আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার মধ্যে দাবি না মানলে এদিন শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তারা

মঙ্গলবার (অক্টোবর) ‘রোড টু সচিবালয়’ কর্মসূচিকালে শিক্ষকদের আটকে দেওয়ার পর তারা এ ঘোষণা দেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী—মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন।

তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, আগামীকাল সকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগে অবস্থান নেব। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাব। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসব।’

তিনি বলেন, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখব।

জনপ্রিয়