অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, “অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ।” ৮ আগস্ট বেলা ১১টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ লেখায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ২০২৪ সালের অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ পুরোনো গণবিরোধী সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করলেও ২০২৫ সালে এসে ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’-এর মাধ্যমে সেই সংবিধান অক্ষুণ্ণ রেখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে লুটেরা ও মাফিয়া শ্রেণির হাতে পুনরায় ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফরহাদ মজহার অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার নিযুক্ত প্রেসিডেন্টকে বহাল রেখে এবং ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে, যা আইনি ও রাজনৈতিকভাবে অবৈধ। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা আসে কেবল জনগণের সার্বভৌম ক্ষমতা থেকে, যা গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সংবিধান বাতিল না করে দায়মুক্তি দেওয়া সম্ভব নয়, এবং সেই সংবিধান ও পুরোনো নির্বাচন বিধিমালার অধীনে নিবন্ধিত সব রাজনৈতিক দলই ‘অবৈধ’। তাই নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না।
ড. ইউনূসকে উদ্দেশ করে ফরহাদ মজহার বলেন, “ফ্যাসিস্ট সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। তার জন্য গণপরিষদ নির্বাচন করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন ও সেই ভিত্তিতে সরকার গঠন ছাড়া আর কোনো পথ খোলা নেই।” তিনি সতর্ক করে বলেন, লুটেরা ও মাফিয়া শ্রেণির সঙ্গে রাজনৈতিক সমঝোতা ড. ইউনূসকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও তাঁকে বাঁচাতে সক্ষম হবে না।