মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৪৩, ৪ অক্টোবর ২০২৪

আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ : অপর্ণা রায়

আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ : অপর্ণা রায়
সংগৃহীত

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই অংশ নিয়েছিল এবং প্রাণও দিয়েছিল। তাদের রক্তের উপর দিয়েই বিজয় পতাকা সেদিন উড়েছিল। তাই এদেশে সব ধর্ম, বর্ণ  ও গোষ্ঠীর জনগনের বসবাস করার অধিকার থাকবে হবে সমান বলে জানিয়েছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালী মন্দিরের সভাপতি শ্রীমতি অপর্ণা রায়।

শুক্রবার (৪অক্টোবর) জাতীয় সিরাত উদযাপন কমিটির সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ৫ আগষ্টের বিজয়ের পর নতুন বাংলাদেশের সুচনা এই বার্তা বহন করে। আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ।

এ সময় জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব জনাব ডক্টর প্রফেসর খলিলুর রহমান মাদানীর নেতৃত্বে নেতৃবৃন্দরা শ্রী শ্রী রমনা কালী মন্দির পরিদর্শনে আসেন।

মন্দিরের সভাপতি শ্রীমতি অপর্ণা রায় দাস সহ মন্দিরের অন্যান্য সদস্যদের সাথে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তারা। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়