বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ৬ আগস্ট ২০২৪

আন্দোলন বিরোধিরাই সহিংসতা ও লুটপাট করছে: ফখরুল

আন্দোলন বিরোধিরাই সহিংসতা ও লুটপাট করছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল পুরো দেশ। শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পরই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। যারা এসব সহিংসতা, অগ্নিসংযোগ এবং বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করছে তাদের এখনই তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে যারা এসব করছে তারা কেউ আন্দোলনের লোক না। আন্দোলনের বিরোধিতাকারী ও তাদের লোক এসব করছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এসময়, আন্দোলনের নিহত শিক্ষার্থীসহ অন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন এবং আছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়