রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

কুশ কুমার কুশল

প্রকাশিত: ১৫:৩২, ১১ জুলাই ২০২৪

হতাশা বিরাজ করছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগে!

হতাশা বিরাজ করছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগে!
ছাত্রলীগ

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের ৯০ দিনের আহ্বায়ক কমিটি প্রায় ৩ বছর পার করে ফেলেছে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আজও হয়নি। যার ফলে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে।

 

২০২১ সালের ৩১ জুলাই নওশেল আহমেদ অনিকে আহ্বায়ক করে তিন মাস মেয়াদি কমিটি অনুমোদন দেয় তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে সাতজন ও সদস্য হিসেবে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

 দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটির মুখ না দেখায় হতাশ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমান কমিটি ব্যার্থ বলেও দাবী তাদের। জানা যায়, এখনও মহানগরীর অধীন ইউনিট গুলোতেও কমিটি করতে পারেনি তারা। যে কয়েকটি কমিটি গঠন করেছে তাতেও রয়েছে বিতর্ক। এমন বাস্তবতায় নেতাকর্মীদের দাবি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন। 

 

এ বিষয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় রাজনৈতিক কোন্দল, কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির অনাগ্রহ, তৃণমূলের পরিশ্রমীদের অবমূল্যায়ন সব মিলিয়ে ঝিমিয়ে পড়েছে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।

 

এ সকল বিষয়ে কথা হয় মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনির সাথে, তিনি দাবি করেন এটিই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি। ফলে তৃণমূলে সমন্বয় করতে কিছুটা সময় লেগেছে। খুব দ্রুতই সম্মেলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। 

 

তবে মহানগর ছাত্রলীগের একাধিক যুগ্ম আহবায়ক এর দাবি, আহবায়ক কারো সাথে সমন্বয় ব্যাতিতই গঠন করেছে বিভিন্ন ইউনিট। কারো সথেই করেননি পরামর্শ। ফলে সকলেই ক্ষুব্ধ। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকেও অবগত করেছেন তারা।

 

তবে এবিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়