নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন— ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালি, এই বাংলায় হবে না’,
‘নূর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’।
বিক্ষোভ মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।