মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১২ অক্টোবর ২০২৫

সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গড়লেন গিল

সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গড়লেন গিল
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ ফর্মে রয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে একাধিক মাইলফলক ছুঁয়েছেন এই তরুণ ব্যাটার।

এই ইনিংসের মাধ্যমে ভারতের অধিনায়ক হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন গিল। টেস্টে অধিনায়ক হিসেবে তার সংগ্রহ এখন ৯৩৩ রান, টি-টোয়েন্টিতে ১৭০ রান—সব মিলিয়ে অধিনায়কত্বে তার মোট রান দাঁড়িয়েছে ১,১০৩। দেশের ইতিহাসে তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে তিনি এই মাইলফলক অর্জন করেছেন। সবচেয়ে কম ১৫ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করার যৌথ রেকর্ডটি রয়েছে বিরাট কোহলি ও সুনীল গাভাস্কারের দখলে।

এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন গিল। প্রতিযোগিতায় তার মোট রান এখন ২,৭৫০, যা ঋষভ পান্তকে টপকে ভারতের সর্বোচ্চ। ডব্লিউটিসিতে অন্তত ২ হাজার রান করা ভারতীয়দের সংখ্যা এখন সাতজন, তাদের মধ্যে গিল রয়েছেন এক নম্বরে।

আরেকটি নজির গড়েছেন সেঞ্চুরির দিক থেকেও। এত দিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমান গিল ও রোহিত শর্মার সেঞ্চুরির সংখ্যা ছিল ৯টি করে। এবার ১০ম সেঞ্চুরি হাঁকিয়ে সেই তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন তিনি।

তাছাড়া, এক বর্ষপঞ্জিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে কোহলির পাশে বসেছেন গিল। ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি করেছিলেন পাঁচটি করে সেঞ্চুরি। ২০২৫ সালে সেই সংখ্যায় পৌঁছে গেছেন শুভমান গিলও।

চলমান সিরিজে গিলের এমন পারফরম্যান্সে উজ্জীবিত টিম ইন্ডিয়া, আর ক্রিকেটবিশ্বে নতুন করে আলোচনায় উঠেছেন এই তরুণ অধিনায়ক।

জনপ্রিয়