গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ জুন) রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধ ঢাকাতে মামলা রয়েছে।
আইনগত প্রক্রিয়া চলমান । আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হতে পারে। নাটোরে কয়টি মামলা রয়েছে সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, আহম্মদ আলী মোল্লা একজন সৎ রাজনীতিবিদ। তাকে গ্রেপ্তার করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।