বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জবি প্রতিনিধি :

প্রকাশিত: ২১:০৪, ৭ এপ্রিল ২০২৫

গাজার “দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা” আন্দোলনের জবিরিইউ’র সংহতি

গাজার “দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা” আন্দোলনের জবিরিইউ’র সংহতি
সংগৃহীত

গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক এবং শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলিদের দ্বারা সংঘটিত চলমান গণহত্যা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ এবং এমনকি চিকিৎসাধীন রোগীদের নির্বিচারে হত্যার ঘটনাগুলি মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ।

রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অবগতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ সংহতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, 'এই নৃশংসতার মুখে প্রভাবশালী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা অত্যন্ত হতাশাজনক। মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে গঠিত এসব সংস্থাই আজ কার্যত নীরব থেকে এই অন্যায়ে অংশীদার হয়েছে।

বিশ্বব্যাপী “দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা” এর সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা ঘোষণা করছি যে, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ তারিখে গাজার জনগণের প্রতি প্রতিবাদ ও সংহতির প্রতীক হিসেবে আমরা সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা বর্জন করবো ।

এই কর্মসূচি ন্যায়বিচার, শান্তি এবং মানবতার পুনরুদ্ধারের এক আহ্বান।'

সম্পর্কিত বিষয়: