বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ৫ অক্টোবর ২০২৫

আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন : রাশমিকা

আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন : রাশমিকা
ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে বহুদিন ধরেই চলছে নেটিজেনদের জোর আলোচনা। যদিও কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো—বাগদান সারলেন রাশমিকা ও বিজয়। শিগগিরই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই জনপ্রিয় জুটি।

শুক্রবার থেকেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের বাগদান নিয়ে খবর ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে বিষয়টিকে গুজব ভেবে উড়িয়ে দিলেও শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়—এটি সত্য। জানা গেছে, গত ৩ অক্টোবর বিজয়ের বাড়িতেই সম্পন্ন হয় তাদের বাগদান অনুষ্ঠান। ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও এখনও পর্যন্ত রাশমিকা বা বিজয়—কেউই সামাজিক মাধ্যমে সম্পর্ক বা বাগদান নিয়ে কোনো মন্তব্য করেননি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সব আয়োজন খুবই ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে এবং বিয়েটিও হবে আড়ম্বরপূর্ণ হলেও সীমিত পরিসরে।

এদিকে, যখন ভক্তরা অধীর আগ্রহে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা বাগদানের ছবি দেখার অপেক্ষায়, ঠিক তখনই ইনস্টাগ্রামে হাজির হন রাশমিকা মান্দানা। কিন্তু অনুরাগীদের কৌতূহলের জবাব না দিয়ে তিনি প্রকাশ করেন নিজের আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার।

রাশমিকা তার পোস্টে লিখেছেন, “আমি জানি, আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন, আর অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর ২০২৫-এ—তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায়।”

এই পোস্টের মাধ্যমে রাশমিকা যেন স্পষ্ট জানিয়ে দিলেন—বর্তমানে তার মনোযোগ ব্যক্তিগত জীবনের গুঞ্জনের চেয়ে ক্যারিয়ার নিয়েই বেশি।

সর্বশেষ

জনপ্রিয়