বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ৮ অক্টোবর ২০২৫

তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে : রিজভী

তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে : রিজভী
ছবি: সংগৃহীত

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তার এই মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে। তিনি কোনো রাজনৈতিক দলের নেতার প্রতি অশোভন মন্তব্য করেননি। অথচ শেখ হাসিনা রাজনৈতিক সংস্কৃতি এত নিচে নামিয়ে ফেলেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘পতিত আওয়ামী শাসনামলে ড্যাবের কোনো নেতাকর্মীই শান্তিতে ছিলেন না। যারা যৌবনে ছাত্রদল করেছে বা বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা পদোন্নতি পাননি। বিদেশযাত্রা থেকে বঞ্চিত ছিল। চাকরিচ্যুত করা হয়েছে জাতীয়তাবাদী ঘরনার ডাক্তারদের।

জুনিয়রদের প্রমোশন দিয়ে তাদের নিয়ন্ত্রণে সেসব ডাক্তারদের কাজ করতে বাধ্য করা হতো। মেধাকে অবক্ষয়ের দিকে নিয়ে গিয়েছিল। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ড্যাবের পরামর্শ গ্রহণ করে, স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাবে। চিকিৎসাসেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হবে।’

জনপ্রিয়