বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭:৫১, ৮ অক্টোবর ২০২৫

দেশে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ‘রেডমি ১৫’

দেশে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ‘রেডমি ১৫’
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ‘রেডমি ১৫’। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনে উন্মোচিত এ স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা।

অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। ফলে টেকপ্রেমীদের নজর কাড়ছে নতুন এই ডিভাইসটি।

নতুন স্মার্টফোনটির ফিচার তুলে ধরতে সম্প্রতি রাজধানীর ‘আলোকিতে’ অনুষ্ঠিত হয় জমকালো অনুষ্ঠান ‘রেডমি পাওয়ার নাইট’। আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, সারিকা সাবা সহ আরও অনেকে। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব এর সঞ্চালনায় গান পরিবেশন করেন প্রীতম হাসান ও জেফার।

গান ও আড্ডার পাশাপাশি বিভিন্ন পর্বে অংশ নিয়ে অতিথিরা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। এ সময় তারা শাওমির নতুন স্মার্টফোনটির প্রশংসা করেন এবং সফলতার জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির উদ্ভাবনী পণ্য, উন্নত প্রযুক্তি এবং বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রেডমি ১৫ স্মার্টফোনে রয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, স্ন্যাপড্রাগন প্রসেসর ও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা, যা ফোনটিকে পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহারযোগ্য করে তুলেছে। ফলে এটি দিয়ে অন্যান্য ডিভাইসও চার্জ দেওয়া সম্ভব।

ডিভাইসটির অন্যতম আকর্ষণ হলো ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, যা সূর্যের আলোয়ও অটোমেটিক ব্রাইটনেস নিয়ন্ত্রণের মাধ্যমে চোখের সুরক্ষা নিশ্চিত করে। এছাড়া ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকায় ছবি ও ভিডিও ধারণে দিচ্ছে স্পষ্টতা ও গভীরতা।

রেডমি ১৫-এ রয়েছে ৬৪ আইপি রেটিং, যা ধুলো ও পানির হাত থেকে সুরক্ষা দেয়। কোয়াড কার্ভড ডিজাইনের এই ফোনটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি ব্যবহারেও বেশ আরামদায়ক।

রঙের ক্ষেত্রে পাওয়া যাবে স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক—এই তিনটি ভ্যারিয়েন্টে।
মূল্য নির্ধারণ করা হয়েছে—

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ : ১৭,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ : ২০,৯৯৯ টাকা

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স”।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত শাওমি ২০১৮ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত।

জনপ্রিয়