মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ১২ অক্টোবর ২০২৫

মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি : দীপিকা

মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি : দীপিকা
ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন কারণে কাজের সময়সীমা কমিয়ে দিনে আট ঘণ্টা করার শর্ত দিয়েছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আর এতেই শুরু হয় আলোচনা–সমালোচনা। কেউ তাকে ‘অপেশাদার’ বলেছে, কেউ আবার বলেছেন, ‘নায়িকা হিসেবে দায়িত্বজ্ঞানহীন।’ এই বিতর্কের মধ্যেই ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ (সিকুয়েল) ছবির অভিনয় তালিকা থেকেও বাদ পড়েন তিনি।

তবে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছেন ‘পদ্মাবত’ খ্যাত এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের অবস্থান, পাশাপাশি তুলে ধরলেন বলিউডের ভেতরের ‘দ্বিচারিতা’ ও ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতার চিত্র।

দীপিকা বলেন, “একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া আর তাকে নিয়ে কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কিছুই বলা হোক, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব—যে যা বলুক না কেন।”

তিনি আরও বলেন, “এটা আসলে বলিউডের দ্বিচারিতা। এমন অনেক অভিনেতা আছেন, যারা কখনও আট ঘণ্টার বেশি কাজ করেন না, এমনকি সপ্তাহান্তেও শুটিং করেন না। কিন্তু তাদের নিয়ে কেউ মুখ খোলে না, কেউ কটাক্ষও করে না।”

অভিনেত্রীর মতে, “আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভারতীয় চলচ্চিত্র জগৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হলেও তা এখনও অসংগঠিত। আমরা একে ইন্ডাস্ট্রি বলি ঠিকই, কিন্তু কাজে তা প্রমাণ করতে পারিনি। আমি এর আগে এসব নিয়ে কিছু বলিনি, কারণ আমি এমন মানুষ—নিজের লড়াই আমি নীরবে লড়তেই পছন্দ করি।”

জনপ্রিয়