নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

টেলিভিশন, ওটিটি ও প্রেক্ষাগৃহ—তিন মাধ্যমেই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি হাজির হচ্ছেন এক নতুন পরিচয়ে— প্রযোজক হিসেবে। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার নিজের ভাবনা ও সৃজনশীলতা পর্দায় তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
গত শনিবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ফারিণ লেখেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?’—পোস্টটি প্রকাশের পর ভক্তরা নানান নামের প্রস্তাব দিতে থাকেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।’
এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারিণ জানান, অনেকদিন ধরেই নিজের মতো কিছু করার ভাবনা মাথায় ঘুরছিল। তিনি বলেন, “ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।”
অভিনেত্রীর নতুন এই উদ্যোগের সূচনা হবে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। বছর শেষে প্রকাশিত হবে তারই গাওয়া গানের ভিডিওটি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, যিনি এর আগে ফারিণের সঙ্গেও কাজ করেছেন।
প্রথমে মিউজিক ভিডিও দিয়েই যাত্রা শুরু করলেও ভবিষ্যতে নিয়মিত প্রযোজনার পরিকল্পনা রয়েছে তার।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে নতুন এই পদক্ষেপে ভক্তরা আশা করছেন, অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নিজের স্বতন্ত্র ছাপ রাখবেন তাসনিয়া ফারিণ।