বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৯ অক্টোবর ২০২৫

আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ

আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই সাক্ষ্যগ্রহণ হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। আসিফ মাহমুদ সজীব ছিলেন- জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালে নিজের জবানবন্দি প্রদান করবেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে একই মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্য প্রদান করেছিলেন।

এই মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন— ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ আরও দুইজন—বর্তমানে পলাতক।

এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হবে শাহবাগ থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে।

এই মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০২৫ সালের ১১ এপ্রিল প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে চলা জুলাই আন্দোলনের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা করেন অভিযুক্তরা।

জনপ্রিয়