বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ৮ অক্টোবর ২০২৫

দুদকের জালে দিলীপ কুমার আগারওয়ালা

দুদকের জালে দিলীপ কুমার আগারওয়ালা
ছবি: সংগৃহীত

দুদক ১৫৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৯৬৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা এবং তার স্ত্রী সবিতা আগারওয়ালার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

দুদকের মহাপরিচালক (তদন্ত) আক্তার হোসেন বুধবার রাজধানীর সেগুন বাগিচায় এ তথ্য জানান। তিনি বলেন, দিলীপ কুমার আগারওয়ালা অসাধু উপায়ে ১১২ কোটি ৪৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এই অর্থ তিনি হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে আয়ের প্রকৃত উৎস আড়াল করেছেন।

অন্যদিকে, দিলীপ কুমার আগারওয়ালার স্ত্রী সবিতা আগারওয়ালা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৫ কোটি টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। তার নামে ৮টি ব্যাংক হিসাবে ২১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুদক তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয়