বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

জামিন পাননি লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্না

জামিন পাননি লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্না
সংগৃহীত

দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখী)সহ আরও অনেকে জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তাদের জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামিদের জামিন আবেদন খারিজ করেন।

সম্পর্কিত বিষয়: