৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেল দেশ টিভির প্রতিবেদক শাহাদাত

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ পেল দেশ টিভির প্রতিবেদক মো. শাহাদাত হোসেন নিশাদ।
শুক্রবার (২৫ জুলাই) এ বছরকার আইকনিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার অভিজাত ভেন্যু হোটেল স্কাই সিটি-তে। সাংবাদিক শাহাদাত নিশাদের অনুপস্থিতিতে এ্যওয়ার্ড গ্রহন করেন তার সহধর্মিণী খাদিজা আক্তার ফায়জা৷
অর্থনৈতিক, উদোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনৈতিক ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরনীয় বিভিন্ন কাজের স্বীকৃতি সম্মাননা জানাতে এবারের আসরে ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা এবং আবৃত্তিসহ ২০টি ক্যাটাগরিতে সেরা ও সফল ব্যক্তিত্বদের এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান জাতীয় চলচিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।
সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নুল আবেদিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত ও বিএনপির চেয়ারপার্সন'র উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, মিডিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী মনির খান, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লিয়াকত আলীসহ ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর. কে রিপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর হোসেন ইশা।
অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো ছিলো পুরো অনুষ্ঠানটি।
সাংবাদিক শাহাদাত নিশাদ এর আগে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেয়েছেন।