রাজধানীতে গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন, মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), ইসমাইল হোসেন ওরফে সাজু (৩০), রাকিব মিয়া (২২), আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮), সোহাগ হাওলাদার (৪২) ও আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার (২৫ জুলাই) ভোরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথম চারজনকে (মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, রাকিব মিয়া ও আব্দুল কুদ্দুচ) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে একই দিন বেলা পৌনে ১১টায় যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অপর অভিযানে সোহাগ ও আব্দুল্লাহকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে ঢাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।