মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১৩ অক্টোবর ২০২৫

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি আজ থেকে শুরু হচ্ছে। 

সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। 

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। 

গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে।

এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষককে আবারো প্রেস ক্লাব এলাকায় অবস্থান নেয়। কেউ কেউ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন। পরে সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
 
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরো বাড়িয়ে তোলে।

জনপ্রিয়