মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১৩ অক্টোবর ২০২৫

হজ নিবন্ধন শেষ, নিবন্ধন করেছে ৪৩ হাজার ৩৭৪ জন

হজ নিবন্ধন শেষ, নিবন্ধন করেছে ৪৩ হাজার ৩৭৪ জন
ছবি: সংগৃহীত

আগামী বছর হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় হজ নিবন্ধনের শেষ সময়সীমা শেষ হয়।

তবে এখনো মোট কোটার প্রায় দুই-তৃতীয়াংশ শূন্য রয়েছে। কোটার তুলনায় নিবন্ধনের সংখ্যা অনেক কম হওয়ায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না—সে বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) নতুন সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়