লাকি আক্তারকে গ্রেফতারের দাবি ঢাবি শিক্ষার্থীদের

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তার। অনেকের কাছে তিনি শ্লোগানকন্যা নামে পরিচিত।
বুধবার (১২ মার্চ) মধ্যরাতে সেই লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মিছিল থেকে তারা লাকিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
লাকি আক্তারের বিরুদ্ধে মিছিলকারী ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চ-২ আয়োজনের পরিকল্পনা করছেন। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এ জন্য শিক্ষার্থীরা তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ফেসবুকে বিক্ষোভ মিছিলের ডাক দিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ হয়ে ক্যাম্পাস থেকে শাহবাগে মিছিল নিয়ে যায়।