শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৩১, ২ আগস্ট ২০২৫

ভারত থেকে ফিরেই গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা

ভারত থেকে ফিরেই গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা
সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

 

শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চেষ্টার মোট চারটি মামলার আসামি ছাত্রলীগ নেতা রাফি। দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপনে ছিলেন তিনি। শুক্রবার ভোররাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্য ছিল। পরে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অতর্কিত মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে ছাত্রলীগ নেতা রাফিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: