সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:৪৬, ৪ মে ২০২৫

তথ্য উপদেষ্টা

রাজনীতিকরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাংবাদিকরাই

রাজনীতিকরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাংবাদিকরাই
সংগৃহীত

রাজনীতিকরণের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সাংবাদিকরাই—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

ইউনেসকো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ আয়োজনে এই সেমিনারে মাহফুজ আলম বলেন, “স্বৈরাচার সরকারের সময় গণমাধ্যমগুলোর কার্যকলাপ পর্যালোচনার প্রয়োজন রয়েছে। মিডিয়ার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

 

তিনি আরও জানান, বেতার, বিটিভি ও বাসসকে নিয়ে একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের পক্ষে তিনি। এছাড়া, পত্রিকাগুলোর বিজ্ঞাপন মূল্য ও লাইসেন্স নবায়নে নতুন নীতিমালার প্রস্তাবের কথাও জানান তিনি।

 

সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, “সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো এবং আর্থিক নিরাপত্তাহীনতা তাদের পেশাগত স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।” তিনি বলেন, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে সংবাদমাধ্যম রূপান্তরের প্রস্তাব বাস্তবসম্মত, কারণ বহু গণমাধ্যম ইতিমধ্যে লাভজনক।

 

কামাল আহমেদ আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, মব ভায়োলেন্স ও স্বার্থান্বেষী গোষ্ঠীর সহায়তায় পরিচালিত গণমাধ্যম খাতটিকে বিপন্ন করছে।”

 

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বলেন, “অনলাইনে প্রপাগান্ডা ও ভুল তথ্য ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিবেচনায় আনা যেতে পারে। এখনও সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা অনুভব করছেন না।”

 

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ. কে. আজাদ বলেন, “রাজনৈতিক সরকারের অধীনে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। প্রেস কাউন্সিল পঙ্গু হয়ে গেছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা।” তিনি প্রশ্ন তোলেন, “মুশতাক আহমেদকে কেন কারাগারে জীবন দিতে হলো?”

সেমিনারে আরও বক্তব্য দেন এএফপির ব্যুরো চিফ শেখ সাবিহা আলম, বিজেসি চেয়ারম্যান রেজয়ানুল হক রাজা এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সম্পর্কিত বিষয়: