মিটফোর্ড হত্যাকাণ্ড: এবার সেই পাথর নিক্ষেপকারী গ্রেফতার

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) গেটে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম- মো. রিজওয়ান উদ্দিন অভি।
বুধবার (১৬ জুলাই) সোহাগ হত্যায় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানিয়ে বলেন, পটুয়াখালী থেকে পাথর নিক্ষেপকারী রিজওয়ানকে গ্রেফতার করেছে ডিএমপি। সে একজন ধর্মান্তরিত মুসলিম।
এ নিয়ে আলোচিত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হলো।মামলায় এজারভুক্ত কয়েক আসামির নাম বাদ দেয়ার বিষয়ে বিএমপি কমিশনার বলেন, ভিকটিমের স্ত্রী লাকী আক্তার প্রথম যে এজাহার দিয়েছিলেন, মামলার বাদী ভিকটিমের বোন সেখান থেকে ৫ জনের নাম বাদ দিয়ে আরো একজনের নাম যুক্তি করে এজাহার দায়ের করেন।এজাহার মামলার প্রাথমিক তদন্তে ব্যবহৃত হয়।
মামলার তদন্তে সময় এজাহারনামীয় আসামি ছাড়াও অন্য যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই গ্রেফতার করা হবে।