কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স ও কর্মচারীরা

নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স ও কর্মচারীরা।
বুধবার (২৮ মে) সকাল ৮টা থেকে এ কর্মবিরিত শুরু হয়। এ সময় হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এতে চারশ থেকে পাঁচশ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।
জানা যায়, গতকাল হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করে আহত জুলাই যোদ্ধারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন হাসপাতালের নার্স ও কর্মচারী।
ফাতেমা খাতুনের আজ চোখের ছানি অপারেশন হওয়ার কথা ছিল। তবে কর্মবিরতি থাকার কারণে সেটা করা সম্ভব হয়নি তার বড় ছেলে শাহিদুর ইসলাম বলেন, বুধবার সকালে আমার মায়ের অপারেশন করার কথা ছিল। হাসপাতালে এসে দেখেছি নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে, অস্ত্রোপচারের বিষয় জানতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। শুধু আমার মায়ের না কয়েকশ রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখেছি।
পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে আজ কর্মবিরতি পালন করছেন।