বিধিমালা সংস্কারের দাবিতে টোয়াবের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিধিমালা (নিবন্ধন ও পরিচালনা) ২০২৪ এর বাস্তবতা বিবর্জিত শর্ত বাতিল ও সংশোধনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দেশের পর্যটনখাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
মঙ্গলবার (৩০ জুলাই) সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
টোয়াব নেতারা বলেন, ২০২১ সালে প্রণীত আইন অনুসরণ করে ২০২৪ সালের ২৮ মার্চ বাংলাদেশ সরকার ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০২৪’ জারি করে। কিন্তু এতে লাইসেন্স পেতে তিন লাখ টাকা জামানত, দশ লাখ টাকার ব্যাংক ব্যালেন্সের সনদ এবং পঞ্চাশ হাজার টাকা ফি জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে—যা বাস্তবতা বিবর্জিত এবং ক্ষুদ্র ও মাঝারি ট্যুর অপারেটরদের জন্য অসহনীয়।
তারা অভিযোগ করেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। ট্যুর অপারেটরদের সঙ্গে আলোচনা না করেই বিধিমালার বাস্তবতাবিবর্জিত কিছু ধারা কার্যকর রাখা হয়েছে। বিটিবির সিইওর দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণেই দেশের ট্যুরিজম সেক্টর এখন বিপর্যস্ত বলেও মন্তব্য করেন তারা।
এ সময় আন্দোলনকারীদের ‘বাস্তবতা বিবর্জিত বিধি মানি না, মানবো না’, ‘বিটিবির সিইওর দুর্নীতি, ট্যুরিজমের অবনতি’, ‘সবাই মিলে পর্যটন, একই সঙ্গে উন্নয়ন’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ এবং ‘ট্যুরিজমের দেশের সুনাম, বিটিবি সিইও করেছে অসম্মান’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
অবস্থান কর্মসূচিতে টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান জানান, বিধিমালার শর্তগুলো বাতিলের দাবিতে একাধিকার মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। লিখিত ও মৌখিকভাবে বিভিন্ন সময়ে এই শর্তগুলো সংশোধনের দাবি জানানো হয়েছে। এমনকি সংবাদ সম্মেলনের মাধ্যমেও দাবি তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৬ মে ১১ সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হলেও দুই মাস পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো বৈঠক বা অগ্রগতি চোখে পড়েনি। অথচ একই মন্ত্রণালয়ের আওতাধীন অন্য লাইসেন্স প্রক্রিয়ায় এ ধরনের কঠোর আর্থিক শর্ত নেই।
প্রতিবাদ কর্মসূচিতে টোয়াবের কেন্দ্রীয় নেতা, আঞ্চলিক সদস্য, পরিচালক, সাবেক সভাপতি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।