বাহরাইন শুরা কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনের শুরা কাউন্সিলের চেয়ারম্যান আলী বিন সালেহ আল সালেহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
সোমবার (২৮ জুলাই) বাহরাইনের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৮ জুলাই বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাহরাইনের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন।
শুরা কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও কূটনৈতিক দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।