বুধবার ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:০৭, ১৩ আগস্ট ২০২৫

ড.ইউনুস সঙ্গে মালয়েশিয়ার সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

ড.ইউনুস সঙ্গে মালয়েশিয়ার সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরের একটি হোটেলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সানওয়ে গ্রুপ আবাসন, হসপিটালিটি, রিটেইল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশটি সফর করছেন।


অন্যদিকে মালয়েশিয়ার গাড়ি কোম্পানি প্রোটন এবং ইউটিলিটি ও অবকাঠামো কোম্পানি এমএমসি কর্পোরেশন বেরহাদের মালিক সৈয়দ মোখতার আল বুখারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন।

সম্পর্কিত বিষয়: