নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢামেকে পৌঁছালে তাকে অবরুদ্ধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে দেখতে রাতে হাসপাতালে আসেন আসিফ নজরুল। এসময় ক্ষুব্ধ নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে তাকে অবরুদ্ধ করে রাখেন।
বর্তমানে আসিফ নজরুল ঢামেকের জরুরি বিভাগে অবস্থান করছেন। বাইরে অবস্থানরত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নানান স্লোগান দিচ্ছেন।