রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২৯ আগস্ট ২০২৫

দুদকের জালে আবারও কাস্টমস কর্মকর্তা বেলাল

দুদকের জালে আবারও কাস্টমস কর্মকর্তা বেলাল
সংগৃহীত

বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার ও শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের (ডেডো) মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী আবারও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়লেন। দীর্ঘদিন ধরেই তিনি দুর্নীতি, ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত।

 

দুদকের সাম্প্রতিক অনুসন্ধানে তার শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এ কারণে ঢাকার মহানগর দায়রা জজ আদালত বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, “অনুসন্ধান চলাকালে জানা যায়, তিনি সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছিলেন। পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ড সংগ্রহে ব্যাঘাত ঘটবে। তাই আদালতে আবেদন করা হয়।”

অভিযোগ রয়েছে, বাংলাদেশ ছাড়াও বিদেশে বিপুল সম্পদ করেছেন বেলাল। কানাডায় বাড়ি, দুবাই মেরিনা ও ডাউনটাউনে ফ্ল্যাট, এমনকি বুর্জ খলিফায় স্পেস কেনার তথ্য মিলেছে। দুর্নীতির অর্থে বিনিয়োগ করে তিনি দুবাইয়ের গোল্ডেন ভিসাও পেয়েছেন।

২০১৯ ও ২০২২ সালে তার নামে দুদকের অনুসন্ধান হলেও প্রভাব খাটিয়ে সেসব তদন্ত থামিয়ে দেওয়া হয়। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ দপ্তরের মহাপরিচালক থাকাকালে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ জমা হলেও তা ধামাচাপা দেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছিল। তবে অভিযোগ রয়েছে, তার প্রভাবের কারণেই তদন্ত প্রতিবেদন ভিন্ন খাতে নিয়ে যাওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন ও খুদেবার্তার মাধ্যমে যোগাযোগ করা হলেও বেলাল হোসাইন চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।