মুক্ত সাংবাদিকতার পক্ষে থাকব’ : ফখরুল

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি অতীতে যেমন মুক্ত গণমাধ্যমের পক্ষে লড়েছে, ভবিষ্যতেও সরকারে থাকুক বা বিরোধীদলে—দলটি সবসময়ই মুক্ত সাংবাদিকতার পক্ষে থাকবে।”
রবিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সভা সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
সভায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, “যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি চলে যায়, সে দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি—এর দায় সরকারকে দেব নাকি কাকে দেব জানি না।” তিনি আরও বলেন, “গণতন্ত্র চর্চার জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য। আমাদের প্রশ্ন করতে দিতে হবে, লিখতে দিতে হবে, কথা বলতে দিতে হবে।”
আলোচনায় আরও অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যম আজ নানা রকম চাপে রয়েছে। স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রকৃত গণতন্ত্র বিকাশ সম্ভব নয়।