রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:৪৫, ৮ আগস্ট ২০২৫

ড্যাবের শীর্ষ পাঁচ পদে ১০ জনের হাড্ডাহাড্ডি লড়াই

ড্যাবের শীর্ষ পাঁচ পদে ১০ জনের হাড্ডাহাড্ডি লড়াই
সংগৃহীত

নানা শঙ্কা কাটিয়ে বিএনপিপন্থি চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার।

 

ছয় বছরের বেশি সময় পর অনুষ্ঠেয় কাউন্সিলের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বহুপ্রতীক্ষিত ড্যাবের এবারের কাউন্সিলে সদ্য সাবেক সভাপতি ডা. হারুন-ডা. শাকিল এবং সাবেক সভাপতি ডা. আজিজ-ডা. শাকুরের নেতৃত্বে পৃথক প্যানেল ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্যাবের এবারের শীর্ষ পাঁচটি পদের বিপরীতে দুটি প্যানেলের মোট ১০ জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উভয় প্যানেলই নির্বাচনী ইশতেহারে ফ্যাসিবাদমুক্ত ড্যাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে উভয় প্যানেলের প্রার্থীরা সারা দেশে পরিচিতি সভা ও ভোটের জমজমাট প্রচারণা শেষ করেছে। নির্বাচন উপলক্ষে রাজধানীর অলিগলি হাসপাতাল ঘিরে ব্যানার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে।দ

 

 

গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ, সাবেক পিজি) জাতীয়তাবাদী চিকিৎসকদের ব্যাপক সমাগমের মাধ্যমে হারুন-শাকিল প্যানেলে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান হয়েছে।

 

অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলও গতকাল বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচিতি ও সংবাদ সম্মেলন করেছে। অর্থাৎ, ঐক্যবদ্ধ ও শক্তিশালী ড্যাব পুনর্গঠনের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন উভয় প্যানেলের প্রার্থীরা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ড্যাবের কাউন্সিলের ভোটগ্রহণ হবে। প্রায় ৩ হাজার ১৩১ জন ভোটার ড্যাবের কাউন্সিলে ভোট দেবেন বলে সংশ্লিষ্টরা জানান।

 

সর্বশেষ